Tuesday, March 3, 2020

তেল মর্দনে আমরা


সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পাড়ায় লেখকদের কদর যেমন কম তেমনি সংবাদ কর্মীদের মধ্যে মুষ্টিমেয় লিখতে পারেন।বাকি সব কার্টেসি করা।কেউ কেউ লিখতে পারলে তৈল মর্দন,মনক্ষুন্ন হবার ভয়ে লিখেনও না,বলেনও না।রাজনীতিবিদ আর লেখক-সংবাদিকরা হল একদিকে পরম বন্ধু।কারণ এরাই মানুষকে সঠিকভাবে যাচাই করে উপস্থাপন করে।আমাদের মত অনেকের ভুলে ভরা লেখা কপিরাইট করেই অনেক অনলাইন এবং প্রিন্ট মিডিয়া আজকাল চলছে।আগে রাজনীতির সংগঠনে উপদেষ্টা হিসেবে থাকতে দেখা যেত লেখকদের।লেখক,জ্ঞানী,গুণীদের থেকে নেয়া হত নানা পরামর্শ।এখন অবস্থার অনেকটা পরিবর্তন হয়েছে।এখন এসবের কেউ আর ধার ধারেনা।
ভিডিও কিংবা লেখা পত্রিকা,সেটেলাইট চ্যানেল কিংবা অনলাইনে বলে দিলেই সে এখন সাংবাদিক।আগে সাংবাদিকদের একটা পেশা ছিল যে তারা খুব ভাল মানের বইও লিখতো।এখন সেটা করে না।আগে লেখক বা সাংবাদিকদের মানুষ চেহারা দেখে না চিনলেও তাদের লেখা পড়ে ঠিকি চিনে নিত।এখন লেখকদের চিনিয়ে নিতে হয়।এরপরেও মূল্য পায় না।ভাল লেখকদের অবস্থা তো আরো খারাপ।তারা সব করেও যখন দেখে যে কদর পাচ্ছে না,তারাও নিরুৎসাহিত হয়ে লেখালেখি বন্ধ করে দেয়।এখন লেখা ভাইরাল হয় যার একটি ভাল ইউটিউব চ্যানেল,ফেসবুক পেজ বা আইডি কিংবা ভাইরাল হবার বিভিন্ন লিংক আছে।আমি নিজেই বলি,যেহেতু এই লেখাটা লেখক ও সাংবাদিক ভাইদের নিয়ে।অনেক সাংবাদিক পোষ্ট নিয়ে আছে,কিন্তু বছরে খুব কম লেখালেখি তাদের চোখে পড়ে।অনেকে নিউজও করে না।কিন্তু সবাইকে বলে বেড়ায় উনি সাংবাদিক।অনেকে যা নিউজ করে তা ভিত্তিহীন মনে হয়।তবে এদের মাঝে কিছু প্রিয় সাংবাদিক ভাই আছে।যারা কে কি ভাববে তা না ভেবে গঠনমূলক লেখালেখি করে।এদের সংখ্যা অতি নগন্য।আবার তাদের সংবাদ যে সবসময় পত্র-পত্রিকায়,টিভিতে স্থান পায় তাও না।তবে তাদের কাজ করার স্পৃহায় বলে দেই তারা কতটা আন্তরিক।তারা চেষ্ঠা করেন কিছু করার।চেষ্ঠা চালিয়ে যান ভাল কিছু উপহার দেয়ার।চেষ্ঠা করেন সত্য কিছু উপস্থাপন করার।অনেক প্রশংসা,হুমকি,পাব্লিকের বিদ্রুপ কথা শুনেও চেষ্ঠা করেন বস্তুনিষ্ঠ লেখা লিখে যাবার।এক অর্থে তারা কারোরই বন্ধু নয়,আবার ব্যাপক অর্থে তারা সবারই অতি আপন।সরকার কতৃক এমন লেখকদের পৃষ্ঠপোষকতা করা হোক এটাই প্রাণের দাবি।এরাই আমাদের কাজের দর্পণ।নইলে দিনশেষে বুঝব কি করে আমাকে দেখতে আসলে কেমন দেখায়।

No comments:

Post a Comment

তেল মর্দনে আমরা

সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...