Saturday, December 28, 2019

বিডি ক্লিন কতৃক সংগৃহীত পরিত্যক্ত প্লাস্টিক বোতল কিনে নিল আম্বার গ্রুপ


ধন্যবাদ #আম্বার_গ্রুপ

৩০ লক্ষ শহিদের রক্তে রঞ্জিত আমাদের এই প্রিয় জন্মভূমিকে প্লাস্টিক দুষণের ভয়ানক থাবা থেকে রক্ষা করতে ও প্লাস্টিক ব্যবহারের জনসচেতনতা তৈরী করতে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায়, বিডি ক্লিন আয়োজন করে সেভ আর্থ সেভ বাংলাদেশ শিরোনামে উম্মুক্ত প্রদর্শনী। যেখানে প্লাস্টিক দুষণের ভয়াবহতা বোঝাতে বিডি ক্লিন সদস্যরা সারাদেশ থেকে কুড়িয়ে কুড়িয়ে সংগ্রহ করার মাধ্যমে ৩০ লক্ষ পরিত্যক্ত প্লাস্টিক বোতলের স্তুপ করেন। উল্লেখ্য যে ৩০ লক্ষ শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করতেই বিডি ক্লিনের এই ব্যাতিক্রমী আয়োজন।


পরিত্যক্ত এই প্লাস্টিক বোতলের স্তুপ দেখে সবাই যেমন স্তম্ভিত হয়েছেন, ঠিক তেমনি সবার মুখেই ছিল একটাই প্রশ্ন: প্রদর্শনীর পরে কি হবে এই পরিত্যক্ত বোতল? 

জী, সবার প্রশ্নের সঠিক উত্তর দিতেই এগিয়ে এসেছেন আম্বার গ্রুপ। বিডি ক্লিন সদস্যদেরকে দেশ পরিচ্ছন্নতার এ মহৎ কাজে অনুপ্রেরণা যোগাতে ১২ লক্ষ ১ হাজার ১ শত টাকার অনুদান দিয়ে পরিত্যাক্ত এই প্লাস্টিক বোতলের স্তুপ নিজ উদ্যোগে সংগ্রহ করেছেন ও তার রিসাইকেল নিশ্চিত করেছেন।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আম্বার গ্রুপ ও উক্ত গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল স্যারের প্রতি। একইসাথে ধন্যবাদ জানাচ্ছি ডিরেক্টর (অপারেশন), এবিএম সাইফুল হক স্যার ও ডিরেক্টর (সেলস এন্ড মার্কেটিং), এমডি আখতারুজ্জামান স্যার সহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দের প্রতি।

অবশেষে বিডি ক্লিনের সকল সদস্যদের পক্ষ থেকে বলছি। ধন্যবাদ #Amber_Group গ্রুপ।


#BD_Clean #বিডি_ক্লিন
#Dream_to_Clean_Bangladesh
#পরিচ্ছন্ন_বাংলাদেশের_স্বপ্ন
#Let_Cleanliness_Start_from_Me
#পরিচ্ছন্নতা_শুরু_হোক_আমার_থেকে
#Stop_plastic_pollution 
#Trashtag
#Awareness
#Cleanliness
#Cleanup_Bangladesh 
#Cleanup_Movement

No comments:

Post a Comment

তেল মর্দনে আমরা

সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...