Thursday, December 12, 2019

পাল্টে গেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা-রুপকার মোহাম্মদ মহসিন পিপিএম


বদলে গেছে চট্টগ্রামের স্বনামধন্য কোতোয়ালি থানা।শুধু বদলেই যায়নি,বরং মানুষকেও বদলে দিচ্ছেন।পাল্টে যাচ্ছে থানার প্রতি মানুষের চিন্তাভাবনা।দিন দিন কোতোয়ালি থানার সুনাম চারিদিকে ছড়িয়ে পড়ছে।পুলিশ নাকি জনতা,আর জনতাই পুলিশ।সেবাই নাকি পুলিশের ধর্ম।কিন্তু বিভিন্ন কারণে জনমনে পুলিশের প্রতি বিরূপ মনোভাব বিরাজ করলেও,জনমনে কোতোয়ালি থানার প্রশংসা চারিদিকে ছড়িয়ে পড়ছে।ঘটনা এমন যে অনেকে তার নিজস্ব থানায় অভিযোগ কিংবা সেবার দ্বারস্থ না হয়ে,কোতোয়ালি থানার দিকে ঝুকে পড়ছে।নারী নির্যাতন,সন্ত্রাস দমন,বিভিন্ন চুরি-ডাকাতি,ছিনতাই,বাটপারি ও নানা সেবামূলক কাজের জন্য বর্তমান কোতোয়ালি থানার ওসি সর্বমহলে এক পরিচিত নাম।

কোতোয়ালি থানার অভ্যন্তরে ও বাইরের দৃশ্যেও পাল্টে গেছে।মনেই হবে না এটা একটা থানা।সাধারণত অন্যান্য থানা দেখতে যেমন হয়,তার চাইতে এই থানার বর্তমান অবস্থা বর্তমানে ভিন্নরকম এক পরিবেশ।জনগণ চট্টলার প্রত্যেকটি জায়গায় তার মত একজন সৎ,সাহসী,কর্মমুখী,প্রতিভাবান,বিনয়ী মানুষই খুজে বেড়ান।সব থানার অবস্থা,পুলিশ,ওসি এমনই হোক সে কামনা করি।


No comments:

Post a Comment

তেল মর্দনে আমরা

সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...