Monday, December 9, 2019

আমি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনেক বড় ভক্ত,মঞ্চে স্মরণ করবে!


বিপিএল এবারের আসরে উদ্ভোধনী অনুষ্ঠান মাতাতে দেশে আসে বলিউড সুপারস্টার সালমান খান।তিনি উদ্ভোধনী অনুষ্ঠানে এসে বলেন আমি যখন বাবাকে বললাম বাংলাদেশে যাচ্ছি,বাবা বললেন সেখানে কবি কাজী নজরুল ইসলামকে অবশ্যই স্মরণ করবে।আমি তার একজন ভক্ত।আমি তার কবিতা পড়ি।পাশাপাশি সালমান খান এই দেশের মানুষ,বঙ্গবন্ধু ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেন।
উল্লেখ্য যে উদ্ভোধনী অনুষ্ঠান মাতাতে সালমান খানের পাশাপাশি তার সাথে ক্যাটরিনা কাইফও এসেছিলে।জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে পর্দা উঠলো এবারের বিপিএল আসরের।               
Bollywood superstar Salman Khan arrives in the country at the inaugural ceremony of this year BPL. He came to the inaugural ceremony and said that when I told my father that I was going to Bangladesh,my father said there must be remembered poet Kazi Nazrul Islam. I am a devotee of him.I read his poem. It should be noted that Katrina Kaif also came along with Mata Salman Khan at the inaugural event.

No comments:

Post a Comment

তেল মর্দনে আমরা

সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...