পুলিশ নিয়ে নেতিবাচক ধারণা পাল্টে দিচ্ছে চট্টগ্রামের কোতোয়ালি থানা।সোশ্যাল মিডিয়ায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন পিপিএম জনগণকে উদাত্ত কণ্ঠে আহবান করেন কোতোয়ালি থানার প্রতি আস্থা রাখতে।চারিদিকে শুধু কোতোয়ালি থানার সুনাম বয়ে যাচ্ছে।শুধু কাজ নয়,পাল্টে গেছে কোতোয়ালি থানাও।থানায় গেলে মনেই হবে না এটা একটা থানা।ভিন্নরকম পরিবেশে এই থানার কথা এখন সারা চট্টগ্রাম জুড়ে।টিম কোতোয়ালি এখন সর্বমহলে প্রশংসার এক নাম।জনগণ আস্থা রেখে এখন ছুটছে থানার প্রতি।চারিদিকে পুলিশ নিয়ে যে নেতিবাচক মনোভাব,সেটাই যেন বদলে দিতে চান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত ওসি মোহাম্মদ মহসিন পিপিএম।থানার অভ্যন্তরীণ,বাইরে,কিংবা সেবার ধরণ সত্যি বিমুগ্ধ করে।হ্যালো ওসি কার্যক্রম এখান থেকেই শুরু।সম্প্রতি একটি ব্যানারে জিডি নিয়ে টাঙানো হয়েছে "ফ্রি জিডি"। যে কেউ ওসির নাম্বারে কল দিয়ে পাচ্ছেন দ্রুত কাঙ্ক্ষিত সেবা। চট্টলার সব থানার মাঝে এমন আস্থা ফিরে আসুক,সেটাই আমাদের প্রত্যাশা।
Subscribe to:
Post Comments (Atom)
তেল মর্দনে আমরা
সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...
-
বিডি ক্লিন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে পরিত্যক্ত বোতল দিয়ে ১২/১২/২০১৯ তারিখে তৈরি করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা।বুধবার রা...
-
সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...
-
ধন্যবাদ #আম্বার_গ্রুপ ৩০ লক্ষ শহিদের রক্তে রঞ্জিত আমাদের এই প্রিয় জন্মভূমিকে প্লাস্টিক দুষণের ভয়ানক থাবা থেকে রক্ষা করতে ও প্লাস্টিক ব্যবহার...
No comments:
Post a Comment