Tuesday, December 10, 2019

বিপিএল উদ্ভোধনী অনুষ্ঠানে পাওয়া ১৬ লাখ টাকা সম্মানি অসহায়দের দান করলেন জেমস!



বিপিএলের উদ্ভোধনী অনুষ্ঠানে মঞ্চে ছিলেন নগর বাউলের জনপ্রিয় ব্যান্ড শিল্পী জেমস। 
তিনি ২০ মিনিট সংগীত পরিবেশন করে উক্ত অনুষ্ঠানে।এই ২০ মিনিটে তাকে ১৬ লক্ষ টাকা 
সম্মানি দেয়া হয়।কিন্তু তিনি সব টাকা শীতার্ত অসহায় মানুষদের দান করেন।এদিকে এমন খবর ফেসবুকে ভাইরাল হবার পর থেকেই প্রশংসার জোয়ারে ভাসছেন গুরু জেমস।

No comments:

Post a Comment

তেল মর্দনে আমরা

সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...