Friday, December 6, 2019

ধর্ষণ যখন মগজে,ধর্ষণ যখন কথায়!

'
প্রতীকী ছবি 
            'ধর্ষণ' শব্দটির সাথে এখন আমরা সবাই পরিচিত।এখন আর বুঝার বয়স লাগে না।কারণ কে কখন,কোথায়,কিভাবে ধর্ষণ হচ্ছে বুঝার উপায় নাই।এতে যেমন বাদ যাচ্ছে না শিশু,তরুণী,মহিলা কেউ।বুঝতে হবে আমাদের অধঃপতন এখন কোন পর্যায়ে গিয়ে ঠেকছে।
তাছাড়া নিয়মিত নারীরা যৌন হেনস্তার শিকার হচ্ছে।বাসে,রাস্তায়,কলেজে,স্কুলে,মাদ্রাসায়,মন্দিরে,এলাকায়,উঠতে-বসতে হরহামেশাই মেয়েরা শিকার হচ্ছে যৌন হেনস্তার।যৌনতার বিষয়েও নেই আমাদের সমাজে সুশিক্ষা।নেই কোনো সচেতনতা। পাশাপাশি উন্মাদ বখাটেদের কারণে ঘটছে যেমন ধর্ষণ,ধর্ষণের পরে ঘটছে খুন।খুনের পরে লাশ বিভৎসতা দেখে মানুষ আরো বেশি হতভম্ব।ঠিক  কি হচ্ছে?কি ঘটে চলেছে?কয়েকদিন আগে আমাদের পাশ্ববর্তী দেশ ভারতে এক নারীকে ধর্ষণের পর পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেয়া হয়।
সমাজে মানুষগুলি হায়েনার মত হচ্ছে কেন?
নারীদের চলার নিরাপত্তা কোথায়?
একজন নারী সংযত কিংবা অসংযতভাবে চললেও কি কাউকে ধর্ষণ করার অধিকার দেয়া হয়েছে?এখানে ধর্ষণ হলেই অনেক কারণ নিয়ে আসে ধর্ষিতার।তার মানে ধর্ষকের কোনো অপরাধই নাই।এমনকি খুন করে ফেললেও?
ঘটনাটি আপনার মা,বোন,স্ত্রী,কিংবা আপনার নিকট আত্মীয়ের সাথে ঘটলে কি যুক্তি দিতেন?
আপনাদের অবিবেক কথার কারণে কত শত ধর্ষক প্রশ্রয় পাই জানেন?তারা মনে করে এটা অপরাধই না।ধর্ষিতার হাজারো দোষ থাকলেও,যদি সে কারো দ্বারা ধর্ষিত হয়,তবে সবচেয়ে বড় অপরাধী ধর্ষক।আপনি ভাল হলে,খারাপ আপনার পাশ দিয়ে গেলেও দেখবেন না।দেখলেও এড়িয়ে যাবেন।এটাই ভাল মানসিকতা।ভাল মানসিকতা তৈরি হয় মগজে,চিন্তায়,কাজে-কর্মে।তাছাড়া আমাদের নৈতিক শিক্ষায় ব্যাপক অবক্ষয় ঘটেছে।সমাজে বিয়ের চাইতে,আমাদের সংস্কৃতির চাইতে পাশ্চাত্য দেশের প্রভাবের কারণে,এক ধরণের মানসিকতা ঢুকে গেছে।আমরা পাশ্চাত্য দেশের মত না।তাদের সংস্কৃতি আমাদের জন্য না।আমাদের সমাজে বিয়ে হয়ে গেছে কঠিন।প্রেম হয়েছে সহজ।সে প্রেম অবশ্য চাহিদা পর্যন্ত।যেখানে সহজলভ্য মানুষ সেদিকে ছুটছে।ছুটতে গিয়েই দিক-বেদিক হচ্ছে অমানুষ।
প্রতীকী ছবি 
            

No comments:

Post a Comment

তেল মর্দনে আমরা

সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...