Sunday, December 8, 2019

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ,মুহুর্তে ভাইরাল।



চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে 
কায়সার আলী চৌধুরী নামে একজন মানুষ হাতে প্ল্যাকার্ড ধরে প্রতিবাদ জানান।মুহুর্তেই এই প্রতিবাদ চট্টগ্রামে ভাইরাল হয়ে যায়।উল্লেখ্য যে এই হাসপাতালে আয়া,বয়দের দুর্নীতি নিয়ে,সাধারণ রোগী ও রোগীর পরিবারের ক্ষোভ দীর্ঘদিনের।তার এমন প্রতিবাদে স্বাগত জানিয়েছে দুর্নীতি বিরোধী ছাত্র ও যুব স্কোয়াড,চট্টগ্রাম।
 কাইসার আলী এই প্রতিবাদসহ তার ফেসবুকে লিখেন"চট্টগ্রাম হাসপাতালের আয়া,ওয়ার্ড বয়দের নৈরাজ্য থেকে মুক্তি চাই। বকশিস বিহীন সেবা চাই।

জনস্বার্থে এ শহরের একজন সচেতন নাগরিক"

1 comment:

  1. ইয়েস,রোগী এবং রোগীর সাথে দেখা করতে যাওয়া লোকজনের সাথে চরম খারাপ আচরন করা হয়,একজন শিক্ষিত ব্যাক্তি হয়ে এসব অনিয়ম মানা যায় না,প্রতিবাদ করলে ও লাঞ্ছিত হতে হয়,খুবই খারাপ লাগে

    ReplyDelete

তেল মর্দনে আমরা

সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...