Monday, December 9, 2019

বিপিএল উদ্ভোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতালেন সালমান,ক্যাটরিনা,সনু নিগাম,জেমস



জমকালো উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠলো বঙ্গবন্ধু বিপিএলের।


এতে বলিউড তারকা সালমান-ক্যাটরিনা
ভারতীয় গায়ক সনু নিগাম ও দেশসেরা ব্যান্ড শিল্পী গুরু জেমস মঞ্চ কাঁপান।উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।উদ্ভোধনী অনুষ্ঠানে সালমান ও ক্যাটরিনা কাইফ বাংলাদেশ,বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ও এই দেশের মানুষের খুব সুনাম করেন।    


No comments:

Post a Comment

তেল মর্দনে আমরা

সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...