মানুষের সহযোগিতা পেলে যে অনেক কিছুই করা সম্ভব সেটাই দেখিয়ে দিচ্ছে বোয়ালখালী উপজেলার সহকারী ভূমি কমিশনার,নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিক।খুব বেশিদিন হয়নি তিনি বোয়ালখালী উপজেলায় এসেছেন।তিনি বোয়ালখালীতে আসার পর পরই তার কাজ দেখে সুনাম ছড়িয়ে পড়ে বোয়ালখালীর চতুর্দিকে।বৃক্ষ তোমার নাম কি?ফলে পরিচয়।
এই নির্বাহী ম্যাজিস্ট্রেট সম্পর্কে জানতে হলে, তিনি যে জায়গায় কর্মরত আছেন,সে জায়গায় গিয়ে,মানুষ থেকে কথা শুনলে বুঝতে পারবেন।অসাধারণ এক মানুষ।তার পূর্বের কর্মস্থল ছিল কক্সবাজার উখিয়ায়।খুব চতুরতার সাথে দায়িত্ব পালন করে বদলি হন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।বদলি হবার এক পর্যায়ে দায়িত্ব পালন করেন উক্ত উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে।
এখনো তিনি উক্ত উপজেলায় কর্মরত থেকে গরিব,দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছে।খুব সজ্জন,নম্র,ভদ্র,মিশুক একজন মানুষ।
|
সাধারণভাবে চলতেই তিনি পছন্দ করেন।তিনি বোয়ালখালীতে যোগদানের পর এলাকার অনেক অসঙ্গতিতে সংস্কার আনতে চেষ্টা করেন।জায়গা-জমির বিষয়ে তার কাছে সরাসরি গিয়ে সাধারণ মানুষ উপকৃত হয়েছে।দায়িত্বে থেকে অত্র এলাকার অনেক কিছুতে কাজ করার প্রয়াস চালিয়েছেন।বদলে দিতে চেয়েছেন বোয়ালখালীবাসীর চোখ।বদলে দিতে চেয়েছেন দুর্নীতিবাজ,অন্যায়কারীর চোখ।তাতে কিছুটা সফল,কিছুটা বিফল।কারণ অত্র উপজেলায় তো একার পক্ষে সবকিছু চালিয়ে নেয়া সম্ভব না।তাই তার নিন্দুকেরা পিছনে থেমে নেই।চেষ্টা করেছেন হেনস্থা করার।ভাল কাজে বাধা সবজায়গায়,সবখানে আসে।তার ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি।আপাদমস্তক,ব্যক্তিত্ববান এমন মানুষ যে এলাকায়,যে জায়গায়,যে সমাজেই থাকুক,সে সমাজ আলোকিত হতে বেশি দেরি নাই,সে কামনা করি।
|
No comments:
Post a Comment