Saturday, December 14, 2019

পরিত্যক্ত বোতল দিয়ে নির্মিত বাংলাদেশের জাতীয় পতাকা


বিডি ক্লিন চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলা শাখার উদ্যোগে পরিত্যক্ত বোতল দিয়ে ১২/১২/২০১৯ তারিখে তৈরি করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা।বুধবার রাত পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে পরিষ্কার করে নিয়ে আসা প্লাস্টিক বোতল এনে জমা করে বোয়ালখালী উপজেলা চত্বরে।বৃহস্পতিবার সকাল থেকে এসব প্লাস্টিক বোতল ও ঢাকনা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে বানানো শুরু করে লাল-সবুজের বাংলাদেশের জাতীয় পতাকা বানানোর কাজ। 
   
ঐদিন বিকেলে বিডি ক্লিন টিম পতাকা বানানো শেষ করে দেশের আইন মেনে চলা,দেশে অপরিষ্কার না করার শপথ নিয়ে তাদের এমন পরিষ্কার মিশন ঐদিনের মত শেষ করে।এরপর পরিত্যক্ত প্লাস্টিক বোতলের স্তুপ আজ ট্রাক যোগে ঢাকায় তাদের প্রধান কার্যালয়ে পাঠানো হয়।উল্লেখ্য বিডি ক্লিন টিম সারাদেশে একটি সেচ্ছাসেবী পরিষ্কার মিশনের কাজ করে থাকে।তাদের এমন কাজ দেশব্যাপী অনেক প্রশংসনীয় হয়েছে ইতিমধ্যে।



   

1 comment:

  1. আমি বিডি-ক্লিন।
    আমিই বাংলাদেশ 🇧🇩😍

    ReplyDelete

তেল মর্দনে আমরা

সব কিছুতে আজকাল তৈল মর্দন।বাংলা সাহিত্য পড়লে কবি কিংবা লেখক পরিচিত দেখলে বুঝবেন বেশিরভাগ লেখকই বিভিন্ন পত্রিকার সম্পাদক ছিলেন।এখন পত্রিকা পা...